বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি সু-সময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না।
নরসিংদীর বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৫ শতাধিক নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, বিএনপি ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায়নি। ১৯৭৫ সালে বাংলাদেশে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে ও ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির সময় দেশের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত ছিল। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মিডিয়ার অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে সকল অধিকার বাস্তবায়নে বিএনপি কাজ করে গেছে।
বেলাব উপজেলা বিএনপির নেতা হাজী আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজলসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল