লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলকারী যানবাহন বন্ধের দাবিতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।
এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনসহ প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা জানায়, লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট, ঢাকা মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর বেশিরভাগই অবৈধ। তাই দ্রুত এসব যানবাহন চলাচল বন্ধের দাবি জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন অবরোধকারীরা।
এ দিকে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, দীর্ঘদিন ধরে মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু দু:খের বিষয় সেটি মানছেন না অনেকে। দ্রুত এসব অবৈধ যানবাহন বন্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ