চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর পশ্চিমে চরে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের দাবি খুব দ্রুতই প্রকল্পটি বাস্তবায়নে সরকার প্রদক্ষেপ গ্রহণ করবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মেঘনা নদীর পূর্বে উপজেলার তেলিরমোড় লঞ্চঘাট এলাকায় এবং দুপুরে মেঘনার পশ্চিমে নীল কমল ইউনিয়নের মধ্যচরে "অর্থনৈতিক অঞ্চল" বাস্তবায়নের জন্য বিভিন্ন পেশার লোকজন দাবি করেন।
"অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন আন্দোলন" এর ব্যানারে তেলিরমোড় এলাকায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক অধ্যাপক হারুনুর রশিদ, বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সিকদার, রাজনীতিবিদ আক্তার হাওলাদার, আবু তাহের সরদার, জহির মিয়াজী ও মনিরুজ্জামান। মধ্যচরে বক্তব্য রাখেন, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন মোল্লা ও ইউপি সদস্য রতন চৌকিদার।
বিডি প্রতিদিন/এএ