গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ। নিহত ব্যাক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে জানায় রেলওয়ে পুলিশ।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই ব্যক্তিকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
এ ব্যাপারে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        