বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে উপজেলার আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস থেকে তাদেরকে আটক করা হয়।
৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। এদের মধ্যে ৯ জন মহিলা ও ১৪ জন শিশু রয়েছে। আটককৃতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
তিনি জানান, আটককৃতদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও আরাকান আর্মি (এএ) এর মধ্যে চলমান যুদ্ধাবস্থায় বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
গত ১১ জানুয়ারি আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে ৫৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি।
বিডি প্রতিদিন/এএম