দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মোসা. সিদ্দিকা বেগম।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.গোলাম কবির।
শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড.শুকদেব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস,বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সুশান্ত পাল,গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম,কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বনোজ কুমার মজুমদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী সহসাবেক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থী, সাবেক শিক্ষক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এর আগে অতিথিবৃন্দ বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস বলেন,এখন থেকে শত বছর আগে শিক্ষাণুরাগী শশীভূষণ মধু আমাদের প্রত্যন্ত এ অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।এরপর শত বছরের অভিযাত্রা। আমরা এই বিদ্যালয় থেকে অনেকেই লেখাপড়া করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। কিন্তু আমরা আমাদের শিকড়কে ভূলে যাইনি। আজকে একটি বিশেষ দিনে আমরা সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয়েছি। এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে দেশ বরেণ্যে সংঙ্গীত শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম