কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। হেভেন অষ্টবর্গ গ্রামের নূরুল আলম ভূঁইয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
বিডি প্রতিদিন/এ
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।