চুয়াডাঙ্গায় ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে’র বাৎসরিক জেলা মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) ড. মো. হযরত আলী। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম।
কর্মশালায় জেলায় কর্মরত কৃষি বিষয়ক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ঠ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এতে অতিথিরা স্থানীয় কৃষিকে আধুনিকায়ন করতে করণীয় এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এএ