সাহিত্যপ্রেমী পাঠক আর তরুণ লেখকদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে 'সাহিত্য আড্ডার' আয়োজন করা হয়েছে। সোমবার (৫ মে) গ্রীষ্মের পড়ন্ত বিকেলে রোদের তেজ যখন কমতে শুরু করেছে তখন কলেজ শাখার বন্ধুরাও আসতে শুরু করেছেন সাহিত্য আড্ডায় অংশ নিতে। সবুজ ঘাসের মাদুরে বসে সাহিত্য প্রেমীদের অংশগ্রহণে শুরু হয় আলোচনা।
আড্ডায় সাহিত্য প্রেমীদের কাছে জীবন্ত হয়ে উঠে অক্ষরে আঁকা চরিত্রগুলো। চরিত্রগুলো আঁকেন লেখক কিন্তু তাতে প্রাণ দেয় পাঠক নিজের মতো করে। তারা চরিত্রগুলোকে সাজান আপন ভুবনে। আড্ডায় উঠে আসে সাহিত্যের নানা দিক।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন লতিফুল ইসলাম শিবলী রচিত 'আসমান' বইটি নিয়ে ছিল আলোচনা। বইটিতে দুই তরুণের জীবনের অনেক হতাশা, পথভ্রষ্ট হওয়া, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার পরেও কীভাবে তারা তাদের জীবনের সকল হতাশা ত্যাগ করে আবার সুষ্ঠু স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই প্রেক্ষাপটি উঠে আসে।
সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা, সমাজকল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, সদস্য তাসনোভা তুশিন, আঁখি মনি, সানজিদা নীলা, জ্যোতি, সাহিদা সুলতানা, চুমকি খাতুন, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মেঘলা, নাবিহা তাহসিন, নাফিয়া তাসনিম নিশু, নিঝুম, রুকাইয়া, রিতু ইয়াসমিন ঝর্ণা, আয়েশা সিদ্দিকা, পলি আক্তার, তাহমিনা, উম্মে মাহফুজা তাবাসসুম, সায়মা, জান্নাতুল, জেরিন আক্তার ঝর্ণা, রুনা, আয়শা ও সাদিয়া ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা