বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন র্যাব- ৮ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে মো. সেলিম শিকদার (৫৩), বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মো. আজিজ সরদারের ছেলে মো. বাদশা সর্দার (৪৫) ও ইন্দ্রের হাওলা এলাকার নজরুল ইসলামের ছেলে ডালিম হাওলাদার (৪৮)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২২ এপ্রিল বানারীপাড়ার দক্ষিণ বাইশারী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমান বাবুলের বাসায় ডাকাতি হয়। ৭/৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ২০/২১ ভরি ওজনের স্বর্নালংকার ও দুটি মোবাইল সেট লুট করে। এ ঘটনায় গৃহকর্তা বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করে। র্যাব ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। লুট করার মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই চন্দন কুমার রায় বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ