৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরলেন টিম রবিনসন ও অভিষিক্ত বেভন জ্যাকবস। তাদের রেকর্ড গড়া জুটিতে লড়ার মতো পুঁজি পেল নিউজিল্যান্ড। পরে বাকি কাজ সারলেন বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল কিউইরা।
হারারে স্পোর্টস ক্লাবে বুধবার (১৬ জুলাই) ২১ রানে জিতেছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৩ রান করে প্রতিপক্ষকে ১৫২ রানে গুটিয়ে দিয়েছে তারা। নিউজিল্যান্ডের জয়ের নায়ক রবিনসন ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৭৫ রান করেন। তার ৫৭ বলের ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ৬টি চারে। জ্যাকবসের ব্যাট থেকে ৩ ছক্কা ও এক চারে আসে ৩০ বলে ৪৪ রান। নিউজিল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যাট হেনরি ও জ্যাকব ডাফিও। তিনটি করে উইকেট নেন এই দুই পেসার। দুই শিকার ধরেন লেগ স্পিনার ইশ সোধি।
ব্যাটিংয়ে নেমে ভালো কিছুর আভাস দিয়েছিলেন টিম সাইফার্ট, কিন্তু ৪টি চারে ২২ রান করা ওপেনারকে বেশিক্ষণ টিকতে দেননি লুঙ্গি এনগিডি। লম্বা সময় পর দলে ফেরা ডেভন কনওয়েকে পরের ওভারে বিদায় করেন কিউনা মাফাকা। ড্যারিল মিচেল, মিচেল হে ও জেমস নিশাম পারেননি কিছু করতে। শূন্য রানে আউট হয়ে একটি অপ্রীতিকর রেকর্ডে নাম লেখান নিশাম। নিউ জিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সাত বার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি।
দশম ওভারে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া দলকে টানেন রবিনসন ও জ্যাকবস। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রাখা রবিনসন ৪৩ বলে স্পর্শ করেন পঞ্চাশ। আরেক প্রান্তে দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন জ্যাকবস। তাদের ব্যাটে শেষ ৫ ওভার ৬৩ রান তোলে কিউইরা। আগের ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এদিন রান তাড়ায় শুরুটা ভালোই করেন। ৬ চারে ১৭ বলে ২৭ রান করা প্রোটিয়া ওপেনারকে কট বিহাইন্ড করে দেন ম্যাট হেনরি।
পরের ওভারে রুবিন হারমানকে ড্রেসিং রুমে পাঠান জ্যাকব ডাফি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস, সেনুরান মুথুসামি, রাসিন ফন ডার ডাসেন পারেননি দলকে টানতে। পাল্টা আক্রমণে ৩ ছক্কা ও ১ চারে ১৮ বলে ৩৫ রান করে ফেরেন ডেওয়াল্ড ব্রেভিস। পরে কিছুক্ষণ লড়াই চালান জর্জ লিন্ডা। ২ ছক্কা ও ১ চারে ৩০ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করেন ডাফি। পাঁচ বলের মধ্যে প্রতিপক্ষের শেষ তিন উইকেট নিয়ে জয়ের উল্লাসে মাতে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৩/৫ (সাইফার্ট ২২, কনওয়ে ৯, রবিনসন ৭৫, মিচেল ৫, হে ২, নিশাম ০, জ্যাকবস ৪৪; এনগিডি ৩-০-২৮-১, মাফাকা ৪-০-৩৮-২, বশ ৪-০-৩৩-০, কুটসিয়া ৪-০-৩৯-১, লিন্ডা ১-০-১৩-০, মুথুসামি ৪-০-১৯-১)
দক্ষিণ আফ্রিকা: ১৮.২ ওভারে ১৫২ (প্রিটোরিয়াস ২৭, হেনড্রিকস ১৬, হারমান ১, মুথুসামি ৭, ফন ডার ডাসেন ৬, ব্রেভিস ৩৫, লিন্ডা ৩০, বশ ৮, কুটসিয়া ১৭, মাফাকা ০, এনগিডি ০*; হেনরি ৩.২-০-৩৪-৩, ডাফি ৪-০-২০-৩, সোধি ৪-০-৩৪-২, নিশাম ৩-০-২৯-০, স্যান্টনার ৪-০-৩৫-১)
ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: টিম রবিনসন
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ