বার্সেলোনার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ জার্সি হিসেবে বিবেচিত ১০ নম্বর এখন লামিন ইয়ামালের হাতে। কিংবদন্তি লিওনেল মেসির স্মৃতিবিজড়িত এই জার্সি আনুষ্ঠানিকভাবে পেয়েছেন স্প্যানিশ কিশোর তারকা।
বুধবার এক বিশেষ অনুষ্ঠানে বার্সেলোনা ক্লাব ইয়ামালের নতুন ১০ নম্বর জার্সি উন্মোচন করে। এই অনুষ্ঠানেই উদযাপন করা হয় ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নবায়ন করা চুক্তির বিষয়টিও।
১৮ বছর পূর্ণ করার কয়েক দিনের মধ্যেই ইয়ামালের জন্য এটি যেন আরেকটি বড় অর্জন। এর আগে মেসির বিদায়ের পর ২০২১ সালে এই জার্সি পড়েছিলেন আনসু ফাতি। তবে একাধিক ইনজুরির কারণে নিজের জায়গা ধরে রাখতে না পারায় সাম্প্রতিক সময়ে জার্সিটি হয়ে পড়েছিল অনির্ধারিত। চলতি মাসের শুরুতেই ফাতি মৌসুমব্যাপী লোনে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব এএস মোনাকোতে।
ইয়ামাল নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'আমি যখন ছোট ছিলাম, তখন স্বপ্ন দেখতাম বার্সেলোনার হয়ে খেলার, আর সেই সঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে তোলার। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশুর কাছেই এটি এক স্বপ্ন। মেসি তার পথ তৈরি করেছেন, আর আমি তৈরি করব আমার পথ।'
বার্সার হয়ে ইতোমধ্যে ১০৬টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন ইয়ামাল। তার নামের পাশে যোগ হয়েছে দুটি লা লিগা, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভবিষ্যৎ তারকা হিসেবে।
১০ নম্বর জার্সি পাওয়ার মধ্য দিয়ে ইয়ামাল সেইসব কিংবদন্তির কাতারে পা রাখলেন, যাদের মধ্যে রয়েছেন মেসি, রোনালদিনহো, রিভালদো, রোমারিও ও দিয়েগো ম্যারাডোনা।
বিডি প্রতিদিন/মুসা