নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দলে টানছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।
২৪ বছর বয়সী আলমাদাকে দলে নিতে তার বর্তমান ক্লাব বতাফোগোর সঙ্গে চুক্তি করার কথা নিশ্চিত করেছে আতলেতিকো। যদিও কোনো ক্লাবের পক্ষ থেকে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি।
গণমাধ্যমের খবর, ২০৩০ সাল পর্যন্ত আলমাদার সঙ্গে চুক্তি করতে পারে আতলেতিকো। এই ফুটবলারের জন্য ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগোকে ২ কোটি ১০ লাখ ইউরো দিচ্ছে লা লিগার দলটি।
২০২২ সালে অভিষিক্ত আলমাদা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১০ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন। উইঙ্গার হিসেবে খেলতে পারা এই ফুটবলার ওই বছরের কাতার বিশ্বকাপে একটি ম্যাচে মাঠে নামেন।
২০২৪ সালে জুলাইয়ে বতাফোগোয় যোগ দেন আলমাদা। দলটির হয়ে ব্রাজিলিয়ান সেরি আ ও কোপা লিবের্তাদোরেস জেতেন তিনি। গত জানুয়ারিতে বতাফোগো থেকে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যান আলমাদা। এবার তাকে পাকাপাকিভাবে কিনে নিচ্ছে আতলেতিকো।
বতাফোগোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন আলমাদা। আর লিওঁর জার্সিতে ২০ ম্যাচে ২ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ