২০১৪ সালে বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে ‘বরবাদ’ সিনেমা করেছিলেন নায়িকা ঋত্বিকা সেন। ২০১৫ সালে অপর্ণা সেনের পরিচালনায় করেন ‘আরশিনগর’। সেখানে দেবের নায়িকা হয়েছিলেন ঋত্বিকা। ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমা করেন ২০১৯ সালে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের জন্য আলোচনায় ছিলেন তিনি।
তবে, ২০২০ থেকে যা সিনেমা করেছেন অভিনেত্রী, সেগুলো ফ্লপ। এই মুহূর্তে তার যেসব সিনেমা ঘোষণা হচ্ছে, তার মধ্যে কতগুলো হিট হতে পারে, তা নিয়ে প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়।
‘কিলবিল সোসাইটি’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একটু রাতের দিকে পৌঁছেছিলেন নায়িকা। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলেন। সৃজিতের কোনো সিনেমায় ঋত্বিকাকে আবার দেখা যাবে কিনা সেটি প্রশ্ন।
এর মধ্যে নায়িকার নতুন সিনেমার ঘোষণা হলো। নতুন থ্রিলার সিনেমায় জুটিতে থাকবেন মীর-ঋত্বিকা। নামী অভিনেত্রীর শ্যুটিংয়ে খুন হয়! তদন্ত শুরু করে পুলিশ আর রিপোর্টার। এই নিয়ে সিনেমার গল্প। আতিউল ইসলামের পরিচালনায় সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য।
সিনেমার গল্প হলো, কলকাতা থেকে প্রায় ৫০ কি.মি. দূরে শ্যুটিংয়ে প্রথমদিন, শ্যুটিং চলাকালে গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার সাবেক স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে সিনেমা শুরু হয়। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। আতিউল পরিচালিত এর আগের সিনেমা অবশ্য দর্শক টানতে পারেনি। তাই এবার কী হয়, সেটি দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/কেএ