ভোর থেকেই বন্দুকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের কাশ্মীর। কুলগাঁওয়ে সোমবার রাতভর দু’পক্ষে সংঘর্ষ চলার পর মঙ্গলবার দ্বিতীয় দিনে পা রাখল নিরাপত্তাবাহিনীর ‘অপারেশন গুদার’।
সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত ভারতের নিরাপত্তাবাহিনীর দুই সেনার মৃত্যু হয়েছে। একজন গুরুতর জখম। অন্যদিকে, দুই সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছে, বন্দুকযুদ্ধে সুবেদার পর্বত গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধুর নিহত হয়েছেন। এছাড়াও আর এক সেনাকর্মী জখম হয়েছেন। তবে এতে দমেনি নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও অভিযান চলছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই'র একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে ফের দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গুদারের জঙ্গলে অভিযান শুরু করে পুলিশ ও সেনার যৌথ দল। গোপন সূত্রে সশস্ত্র বিদ্রোহীরা লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবারই ওই অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। সে সময় আচমকা সেনাদের লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র বিদ্রোহীরা। পাল্টা গুলি ছোড়ে সেনারা।
বিডি প্রতিদিন/নাজমুল