আগামী ১০ মে শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। পুরাতন স্টেডিয়াম মাঠে এই মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার।
বুধবার দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ বছর পর চেম্বারের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভেলিয়ন ছাড়াও ২০টি বিভিন্ন ধরণের রাইড থাকবে।
এই শিল্প ও বাণিজ্য মেলায় কোন ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এমন কিছু থাকবে না। ফলে জেলাবাসী মাসব্যাপী আনন্দ উপভোগ করবেন বলে উল্লেখ করেন তিনি।
মেলায় প্রবেশের জন্য ২০ টাকা প্রবেশ ফি রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পরিচালক মো. আব্দুল আওয়াল, মনোয়ার হোসেন ডালিম, শুকুর আলী প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন