মেহেরেপুরের আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মাউক) এর উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের নতুন সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগে আসাদুজ্জামান সেলিমকে আটকের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে আমঝুপি ইউনিয়নের ৬টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজ আমঝুপি বাজারে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরেপুর সদর উপজলোর শক্ষিক কমটিরি সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শক্ষিক মারুফ আহমেদ, সহকারী প্রধান শক্ষিক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী প্রমুখ।
মানবউন্নয়ন কেন্দ্র-মাউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম বলেন, একটি প্রভাবশালী মহল আমার কাছে বিভিন্ন সময় চাঁদা নিয়েছে। আবার তারা চাঁদা চাচ্ছে। যার প্রমাণ ও সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। আমি তাদের চাঁদা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তিনি আরো বলেন, গত রমজান মাসে ১১শ কেজি পুরাতন রিজেক্ট বই বিক্রি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ