চাঁদপুরের কচুয়া উপজেলায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার সাচার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
অভিযানে দেখা যায়, সাচার সেন্ট্রাল হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও এবং কোনো নিবন্ধিত চিকিৎসক ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্ত্রোপচার কক্ষ (ওটি) সিলগালা করে দেওয়া হয়।
অপরদিকে, মূল্য তালিকা না থাকায় আল-শিফা হাসপাতালে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, 'হাসপাতালগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।'
তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান মেনে চলার নির্দেশনা দিয়ে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকও সতর্ক করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্যাহ এবং কচুয়া থানার পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/মুসা