বরিশালের মেঘনা নদী থেকে অবৈধ জাল ও চাঁইসহ আটক চার জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার এই জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা জসিম খান, সেলিম ব্যাপারী, মোহাম্মদ শাকিল খান ও সোহাগ সরদার।
হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের পোনা শিকারের জন্য একটি ট্রলারে নিয়ে যাওয়া বিশাল একটি নিষিদ্ধ ঘোষিত চাঁইসহ চার জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও আদালতের নির্দেশে চাঁই পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া দুপুরে মেঘনা নদীর বাঘরজাএলাকায় কোস্ট গার্ডের সহায়তায় অভিযান করে দুইটি পাই জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল