‘চাঁপাইনবাবগঞ্জের আম বিশ্বের দ্বারে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী আম চাষী, আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আয়োজন শহীদ সাটু হল অডিটোরিয়ামে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে এই শীর্ষক সেমিনারটি দিনব্যাপী চলে।
এ সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫শ জনের বেশি নারী ও পুরুষ উদ্যোক্তা, আম চাষী আম ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী সেমিনারে আম রপ্তানি ও মার্কেটিং এর বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রশিক্ষকরা।
যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। সেমিনার শেষে উদ্যোক্তাদের উন্মুক্ত আলোচনার মাধ্যমে আম বিষয়ে নানাবিধ কথা উঠে আসে।
উদ্যোক্তারা এ ধরনের সেমিনারে এসে আম বিষয়ে অজানা অনেক তথ্য জানতে পারে। তারা বলেন, এ ধরনের সেমিনার বেশি বেশি প্রয়োজন আছে জেলাতে।
বিডি প্রতিদিন/হিমেল