ঢাকা-বরিশাল মহাসড়কের খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা অংশে চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনসাধারণ। সড়কটি বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্টরা গড়িমসি করলে আগামী ২৩ জুলাই সড়ক অবরোধের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নিরাপদ সড়ক আন্দোলনসহ ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও নানা শ্রেণিপেশার কয়েকশ মানুষ এতে অংশ নেয়।
এ মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মা প্রকাশ করেন বিএনপি ও তার অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বাসমালিক গ্রুপের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ। এ সময় তারা সড়কটিতে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা অতি দ্রুত চার লেন সড়কের কার্যক্রম শুরু করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ভাঙ্গা-ফরিদপুর চার লেন দ্রুত বাস্তবায়ন কমিটির সদস্য ও তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ