কক্সবাজারের কুতুবদিয়ায় চারজন জেলেসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক নিয়মিত টহল চলাকালীন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় চারজন জেলেসহ একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট (এমভি আল্লার দান-২৭৫) জব্দ করা হয়।
আটক চারজন জেলেসহ জব্দ অবৈধ ট্রলিং বোটের বষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ