মাদারীপুরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করে মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন এবং দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এতে করে কিন্ডারগার্টেনে অধ্যয়নরত হাজারো মেধাবী শিক্ষার্থী মূল্যায়নের সুযোগ থেকে বঞ্চিত হবে। অথচ আগের বছরগুলোতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারত।
বক্তারা আরও জানান, মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৬০টি কিন্ডারগার্টেনের প্রায় ৫ হাজার শিক্ষার্থী এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিবাদেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশ নেন এবং সরকারের কাছে পুনরায় সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান রিপন, শিক্ষক সাইদুর রহমান সাইদ, মোহাম্মদ আলী ও রাজ্জাক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/জামশেদ