নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা মাঠে। মৃত স্বাধীন ইসলাম পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের রহমান সোনারের ছেলে।
পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি জানায়, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে জমিতে হাল চাষ করতেছিল। হঠাৎ বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে ট্রাক্টর রেখে পাশের একটি ঘরের বারান্দায় আশ্রয় নেন। ওই সময় বজ্রপাতরে ঘটনা ঘটলে ঘটনাস্থলেই স্বাধীন মারা যায়। আর তার সাথে থাকা আরও একজন পুরুষ ও একজন নারী আহত হন।
বজ্রপাতের ঘটনায় স্বাধীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ