নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান শিশুর মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে মোখলেছুর রহমান বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সে ওই এলাকার একটি চিনি কারখানায় শ্রমিকের কাজ করে।
ঘটনার সময় শিশুর কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত মোখলেছুর রহমান পালিয়ে যায়। পরদিন বুধবার সন্ধ্যায় শিশুর মা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করার পর প্রতাপেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম