জুলাই অভ্যুত্থানে যারা বিরোধীতা করেছে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিরোধিতা করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
কয়সর আরও বলেন, অপরাধে যারা জড়িত আর যারা অপরাধের সহযোগী তারা উভয়ই সমান অপরাধী। এসব অপরাধীদের স্থান বিএনপিতে হবে না।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মল্লিক মইন উদ্দিন সোহেল, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, বিএনপি নেতা জিয়াউর রহিম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ