পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদকের সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এরপর জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই সময় সেখানে অন্যদের উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, মেহেরপুর জেলা বন কর্মকর্তা এসটি হামিম হায়দার, ব্রাক কর্মকর্তা মনিরুল হুদা প্রমুখ। মেলায় মোট ১৮ টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/এএ