নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার সাকুয়া নামক এলাকায় সিএনজি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বায়েজিদ নামের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়া (৬০) নামের একজনে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আহত যাত্রী বায়েজিদ জানান, তিনি চল্লিশার বাগরা এলাকা থেকে নেত্রকোনাগামী একটি সিএনজিতে ওঠেন। পরে সাকুয়া এলাকার মোড়ে পৌঁছতেই সিএনজিটি একটি ট্রাককে ওভারটেক করে সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে আর কিছু বলতে পারনে না। এরপর জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে। সাথে অন্য একজন মারা গেছেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। তবে নিহতের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাথে মোবাইল থাকায় একজনকে খবর দেয়া গেছে। অন্যদিকে সিএনজিটি পালিয়ে গেছে। এতে আরও যাত্রী ছিলো নাকি দুজনই ছিলেন সেই তথ্য নেয়ার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম