শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী মারা গেছেন। বাসটি শেরপুর শহর হতে ঝিনাইগাতী উপজেলা শহরে যাতায়াত করে। শনিবার সকাল ১০টার দিকে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন দুপুরে তথ্যটি জানিয়েছেন। নিহত আশরাফ আলী স্থানীয় গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পরিবহন নামের নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী গাড়ীর গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
বিডি প্রতিদিন/এএম