রংপুরের তারাগঞ্জের বুড়িরহাট বটতলা এলাকায় ৯ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাস (৩৫) কে হত্যার বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি । শনিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মনিলাল দাস।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল রবিদাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলা শাখার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, শ্রমিক অধিকার আন্দোলন- রংপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং জীবিকা নির্বাহের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা দাবি করেন।
এ ঘটনায় রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৫শ থেকে ৭শ জন অজ্ঞাতকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরকরেন। ১১ আগস্ট সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করে। ১৩ আগস্ট রাতে তারাগঞ্জ থানার দুই এসআইসহ ৮ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে ১৪ আগস্ট গ্রেফতার ৪ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
বিডি প্রতিদিন/এএ