বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। সোমবার (২৫ আগস্ট) কলেজের একাডেমিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৬ মে যৌক্তিক দাবিতে আন্দোলনের সময় বহিরাগতদের এনে তাদের ওপর হামলা চালানো হয়। সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে কলেজের শিক্ষার্থী মো. শাকিল বলেন, ‘আমাদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে আমরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ল্যাব প্র্যাকটিস বর্জন করেছি। অথচ এখনো হামলাকারীরা এবং তাদের মদদদাতা শিক্ষকরা কলেজেই বহাল রয়েছে।’
শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ‘চার মাস পার হয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। যারা আমাদের লাঞ্ছিত করেছে, তাদের দ্রুত বদলি বা অপসারণ করতে হবে। দাবি না মানলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।’
স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘হামলায় মদদ দেওয়া শিক্ষকরা এখনো স্বপদে রয়েছেন। আমরা তাদের অপসারণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছি। আজকের কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করে অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।’
তিনি আরও জানান, দাবি মানতে বিলম্ব হলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে কমপ্লিট শাটডাউন, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যাবে।
বিডি প্রতিদিন/জামশেদ