নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটি বাড়িতে সোমবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ঘটনাটি ঘটে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মিয়াজী বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে মাষ্টার জাহিদুল আলমের নতুন তিনতলা নির্মাণাধীন বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়।
প্রায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে এবং ঘরের দরজার সিটকানি ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা ঘরের আলমিরা, শোকেস ও ওয়ারড্রোব ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আশ্রাফ উদ্দিন এবং স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী অভিযোগ করেছেন, রাতে পুলিশের টহল জোরদার না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। ডাকাতির ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ