জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদ এ দেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।
শুক্রবার বিকালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা বলছে এই দেশকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসার জন্য পিআর পদ্ধতি হচ্ছে সবচাইতে উত্তম ব্যবস্থা। বর্তমান সরকারকে আমরা বলেছি, প্রয়োজনে গণভোট দিন, জনগণই সিদ্ধান্ত নেবে ৫০ বছরের পদ্ধতি নাকি পিআর পদ্ধতিতে ভোট হবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, শূরা ও কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পাঁচ দফা দাবির স্লোগান দেন নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল