আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। গত ১৫ এপ্রিল ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে দেশটি। বিশ্বকাপের দল ঘোষণার পর একটা বিষয় নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়। সেটা হল দ্বিতীয় উইকেটকিপার হিসেবে কেন দলে দীনেশ কার্তিক, ঋষভ পন্থের কেন জায়গা হল না।
পন্থ নয়, কেন দলে দীনেশ কার্তিক তার ব্যাখ্যা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। বিশ্বকাপ দলে পন্থের বদলে কেন কার্তিককে নেওয়া হয়েছে এভবার সেটা আরও স্পষ্ট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিরাট জানান, "চাপের পরিস্থিতিতে কার্তিক ধৈর্যশীল। আর এই বিষয়টা নিয়ে সেদিন বোর্ডে সকলেই ঐক্যমতে পৌঁছায়। তাছাড়া ওর অভিজ্ঞতা রয়েছে। ধোনির কিছু হল, তখন উইকেটের পিছনে কার্তিকের গুরুত্ব অনেক বেশি। এবং ফিনিশার হিসেবেও কার্তিকের পারফরম্যান্স ভালো। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এতবড় একটা টুর্নামেন্টের কথা চিন্তা করে, প্রাথমিক সবদিকগুলো ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "
বিডি-প্রতিদিন/তাফসীর