১৬ জুন, ২০১৯ ০২:০৩

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম জয় দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম জয় দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপের ২১তম বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১১৬ বল হাতে রেখেই প্রথম জয়ের দেখা পেলো প্রোটিয়রা। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ৪৮ ওভারে নামিয়ে আনা হয়েছিল। প্রথমে ব্যাট করে প্রোটিয়া বোলিং তোপে মাত্র ১২৫ রানেই অলআউট হয় আফগানিস্তান।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের দাপটে কোনো রকমে একশ’ পার করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নয় নম্বরে নামা রশিদ খান। এছাড়া দুই ওপেনার নূর আলী জাদরান ৩২ ও হজরতউল্লাহ জাজাই ২২ করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ১২৫ রানেই অলআউট হয়েছে আফগানরা। 

জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অর্ধশতকে ১১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়রা। প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো প্রোটিয়ারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ফাফ ডুপ্লেসিসের দল।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর