২৫ জুন, ২০১৯ ০১:৫৮

বিশ্বকাপে হাজার রান ও ৩০ উইকেটের রেকর্ড সাকিবের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে হাজার রান ও ৩০ উইকেটের রেকর্ড সাকিবের

ইংল্যান্ড বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিশ্বকাপে ৬ ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১) সবমিলে ৪৭৬ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন সাকিব। 

এদিকে সাউথাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান ও ৩০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। 

আফগানদের বিপক্ষে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন সাকিব। ব্যাট হাতে ৫০ বা তার বেশি রান এবং ৫ উইকেট শিকার করে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ডে ভাগ বসালেন সাকিব আল হাসান।

সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬২/৬ রান করে টাইগাররা। 
ম্যাচে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫১ রান করে আউট হন সাকিব।  

টাইগারদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ম্যাচে ২৬২ রানের পুঁজি নিয়েও ৬২ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

টাইগারদের দুর্দান্ত জয়ে সাকিব বোলিং এসে তাণ্ডব চালিয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর