২৫ জুন, ২০১৯ ০৮:৩৭

ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেরাটাই চাই: মাশরাফি

অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেরাটাই চাই: মাশরাফি

ফাইল ছবি

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগাররা। আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা।

এ ম্যাচে বাংলাদেশের জয়ের আরেক প্রাণ ছিল প্রচুর দর্শক। যারা খেলার প্রথম থেকে টাইগারদের সমর্থন জুগিয়ে এসেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘পুরো টুর্নামেন্টেই দর্শক আমাদের দারুণভাবে সমর্থন দিয়ে এসেছে।’

দলের পারফরম্যান্স সম্পর্কে জানাতে গিয়ে ম্যাশ বলেন, ‘সাকিব ছিল অসাধারণ। সে রান করেছে, আর যখন আমাদের প্রয়োজন সে উইকেট এনে দিয়েছে। পার্টনারশিপটা খুব বেশি বড় না হলেও মুশফিক ও সাকিবের জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তামিম ভালো ব্যাট করেছে, আর রিয়াদের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল।’

এদিকে বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এ ব্যাপারে তিনি বলেন, ‘ম্যাচগুলোতে আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। সমর্থকদের এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর