২৭ জুন, ২০১৯ ০২:৫৭

বিশ্বকাপে অভিষেক সেঞ্চুরি করে ম্যাচ সেরা বাবর

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে অভিষেক সেঞ্চুরি করে ম্যাচ সেরা বাবর

বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে সরফরাজ আহমেদরা। পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ ঘটতে দেয়নি মূলত বাবর আজমের ব্যাট। চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর। 

বুধবার বার্মিংহামের এজবাস্টনে কিউইদের দেওয়া ২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৪৪ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তুলেন বাবর। 
মোহাম্মদ হাফিজের সঙ্গে ৬৬ এবং হারিস সোহলের সঙ্গে ১২৬ রানে জুটি গড়ে দলকে স্বস্তির জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তিনি। তার আগে তুলে নেন বিশ্বকাপে অভিষেক সেঞ্চুরি। শেষ পযর্ন্ত ১২৭ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন বাবর। তার অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। 
চাপের মুখে পাকিস্তানকে জয় এনে দেওয়া ও বিশ্বকাপে নিজের অভিষেক সেঞ্চুরির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবর।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর