নেইতো জানা ভূতের ছানা
সবগুলো যে রাতকানা
ভূতে ভূতে ধাক্কা লাগে
পরে বুঝি জাতকানা।
ধাক্কা খেয়ে ভূতের দাদা
বলে দুচোখ লাল করে
কানার ভিড়ে থাকবো না আর
অমনি মাথায় তাল পড়ে।
ভূতের বাড়ি বিলের ধারে
ভূতের ছানা মাছ ধরে
ভূতের এমন কাণ্ড দেখে
সরপুঁটি কৈ নাচ ধরে।
নেইতো জানা ভূতের ছানা
সবগুলো যে রাতকানা
ভূতে ভূতে ধাক্কা লাগে
পরে বুঝি জাতকানা।
ধাক্কা খেয়ে ভূতের দাদা
বলে দুচোখ লাল করে
কানার ভিড়ে থাকবো না আর
অমনি মাথায় তাল পড়ে।
ভূতের বাড়ি বিলের ধারে
ভূতের ছানা মাছ ধরে
ভূতের এমন কাণ্ড দেখে
সরপুঁটি কৈ নাচ ধরে।