খোকন সোনা বায়না ধরে
ছড়ার দেশে যাবে,
ছড়ায় ছড়ায় কথা বলে
ভীষণ মজা পাবে।
ছড়ার দেশে আছে নাকি
মজার মজার ছড়া,
ছড়ার দেশে গিয়ে খোকা
করবে শুরু পড়া।
ফুলের ছড়া ফলের ছড়া
পাখির ছড়া আছে,
গাছের ডালে ময়না, টিয়া
গানের সুরে নাচে।
খোকার সাথে কে যেতে চাও
কল্প-ছড়ার দেশে,
পড়বে ছড়া মজার মজার
সুখ আনন্দে ভেসে।