শরৎটাকে বিদায় দিয়ে
হেমন্তকাল এসে
শীত আগমন বার্তা দিলো
শিউলি ছাতিম হেসে।
কাশফুলেরা উড়ে গিয়ে
আনলো ডেকে শীত
নতুন ধানের সুবাস পেয়ে
কৃষাণী গায় গীত।
খুব সকালে শ্বেত কুয়াশা
ঝিরঝিরিয়ে ঝরে
শীতের বুড়ি নেচে গেয়ে
আসতে শুরু করে।
নবান্ন আর বাউল গানের
আসর গ্রামে গ্রামে
হেমন্তকাল উঠলো নেচে
হলুদ গাঁদার খামে।