নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা ও সাবান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চারআনি গ্রামে এ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ জলঢাকা উপজেলা শাখা।
চারআনি গ্রামের বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম সাজ্জাদুজ্জামান।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি একেএম সাজ্জাদুজ্জামান বলেন,'ভালো মানুষ হতে পড়ালেখার যেমন প্রয়োজন। তেমনি নিজেকে সুস্থ রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা বড় প্রয়োজন। যারা অপরিচ্ছন্ন থাকে তারা নানান রোগে ভোগে। কেউ অসুস্থ থাকলে তাকে পড়ালেখা ভালো লাগেনা। এমনকি কোন কাজে মন বসেনা। তাই আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই বাইরে থেকে বাড়িতে আসলে সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুতে হবে। খাবারের আগে ঠিক মতো হাত কনুই পর্যন্ত ধুয়ে নিতে হবে। বাইরের খোলা বাজারের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে তোমরাই আগামীর স্বপ্ন। তাই তোমাদেরকে সুস্থ ভাবে বড় হওয়া লাগবে।'
চারআনি কমিউনিটি ক্লিনিক হেলথ অর্গানাইজার (সিএইচসিপি) আজহার হেসেন বলেন, 'খাবারের আগে ও বাইরে থেকে হাত মুখ পরিষ্কার করার পাশাপাশি পায়খানার পর তোমরা সাবান বা ছাই দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে ধুয়ে নিবে। অনেক সময় আমাদের নদী এলাকায় এমন অপরিচ্ছন্নতার জন্য অনেকেই পেটের নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগে থাকে। এছাড়া গরমের দিনে আইসক্রিম আর ঠান্ডার দিনে ফেরিওয়ালার ঝাল-মুড়ি,আচার না খাওয়াই ভালো। কারণ, তারা যে উপাদান ও পরিবেশে এসব তৈরি করে তা প্রায় স্বাস্থ্য সম্মত নয়। তাই সুস্থ ভাবে মানুষ হতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই।'
উপজেলা বসুন্ধরা শুভসংঘ সমন্বয়কারী ও কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহকারী কাফি মোহাম্মদ জিয়াউল করিম, উপজেলা বসুন্ধরা শুভসংঘ সাধারণ সম্পাদক প্রভাষক তহিবুর রহমান সেলিন, কোষাধ্যক্ষ প্রভাষক মশিউর রহমান, বসুন্ধরা শুভসংঘ স্কুল শিক্ষিকা আয়শা ছিদ্দিকা,নাওরিন নাহার প্রমুখ।
পরে প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একটি করে সাবান বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/মুসা