তিতলির আছে বিড়ালছানা
দেখতে বাঘের মতো
কারও কাছে হয় না কভু
একটুখানি নত।
নাকের নিচে মোচের বাহার
চোখ যেন তার মার্বেল
আগে আগে ছুটে আসে
শুনতে পেলে ডোরবেল।
কান দু’খানা খাড়া রাখে
নতুন কিছু শিখতে
খাতা-কলম দেখতে পেলে
অমনি আসে লিখতে।
বিড়ালছানার কান্ড দেখে
তিতলি মণি হাসে
এই সুযোগে বিড়ালটি তার
কোলে উঠে আসে।