বানর ছানা কলা খেয়ে
খোসা দিলো ফেলে,
সেই না পথে যাচ্ছিল এক
বাঘের ছানা খেলে।
খেলতে খেলতে কলার খোসায়
পিছলে আছাড় খেলো,
বাঘের ছানা খেই হারিয়ে
ভাবছে এলোমেলো।
বানর ছানা এ ডাল ও ডাল
লাফায় সবটা দেখে,
বাঘের ছানার কান্ডে কেবল
হাসে থেকে থেকে।
বানর ছানা কলা খেয়ে
খোসা দিলো ফেলে,
সেই না পথে যাচ্ছিল এক
বাঘের ছানা খেলে।
খেলতে খেলতে কলার খোসায়
পিছলে আছাড় খেলো,
বাঘের ছানা খেই হারিয়ে
ভাবছে এলোমেলো।
বানর ছানা এ ডাল ও ডাল
লাফায় সবটা দেখে,
বাঘের ছানার কান্ডে কেবল
হাসে থেকে থেকে।