ঠেলাগাড়ি ঠেলে আর
ইট ভাঙে আতাহার,
সাহেবের বাড়ি বাড়ি
কাজ করে মা তাহার।
ফুটপাতে শুয়ে থাকে
মুড়ি দিয়ে বস্তা,
এ শহরে বেঁচে থাকা
নয় মোটে সস্তা।
অনাহারে জ্বলে পেট
কাঁপে হাত-পা তাহার,
বিনা ঔষধে মরে
প্রাপ্য কি তা তাহার?
ঠেলাগাড়ি ঠেলে আর
ইট ভাঙে আতাহার,
সাহেবের বাড়ি বাড়ি
কাজ করে মা তাহার।
ফুটপাতে শুয়ে থাকে
মুড়ি দিয়ে বস্তা,
এ শহরে বেঁচে থাকা
নয় মোটে সস্তা।
অনাহারে জ্বলে পেট
কাঁপে হাত-পা তাহার,
বিনা ঔষধে মরে
প্রাপ্য কি তা তাহার?