ছোট্ট কণা ভাবে বসে
বাবার টেবিলে এত
কিসের বই পত্তর!
কেমন করে জানে বাবা
ভাইয়ার অঙ্ক, ভূগোল
সব প্রশ্নের উত্তর!
কেমন করে বুঝতে পারে
বইয়ের ভিতরের ওই
ছোট্ট ছোট্ট লেখা
এমনি করে কলম ধরে
আঁকা জোকা লেখা
কার কাছে তার শেখা!
কণা ভাবে এমনি করে
বাবার মতো লিখে পড়ে
অনেক বড় সে হবে
বইয়ের ভিতরে যতো
কথা সুন্দর মতো
সব তার জানা রবে।