বনের যত পশুপাখি
করছে কানাকানি
কেউ ছুটে যায় সিংহের কাছে
কেউবা সেচে পানি।
সবার মুখে একই কথা
হাতি পড়ছে খাদে
তাইনা দেখে শিয়াল মামা
বুক চাপড়িয়ে কাঁদে।
বাঘ মামায় তো বেজায় খুশি
রশি ধরে টানে
জিরাফ হরিণ গন্ডার মিলে
ডাঙায় তুলে আনে।
ডাঙায় উঠে আসার পরে
মারলো জোরে ধমক
দুষ্ট বানর মালা নিয়ে
হাতিকে দেয় চমক!