বুনোফুল! বুনোফুল!
সবুজ বিথীর রঙিন কোনো ফুল
বুনোফুল!
হাওয়ার টানে পাতার কানে
দোলে ঝুমকা দুল
বুনোফুল!
সকাল বেলা আলো যখন ফোটে,
তোমার হাসি দেখি আমি ঠোঁটে।
চৈত্রের শেষে রঙিন বেশে
উড়াও মাথার চুল
বুনোফুল!
রূপের দেশের শ্যামল ছায়ার নীড়ে,
আয় রে খুকু ফুল-পাখিদের ভিড়ে।
পাখি ডাকে গাছের শাখে।
করে যায় হুলুস্থূল
বুনোফুল!