ইচ্ছে করে নীল আকাশে
মেঘের মতো উড়ি
যেমন করে ইচ্ছে মতো
উড়ে রঙিন ঘুড়ি।
না হয় নদীর জলের মতো
ছুটি নিরবধি
আপন ডানায় উড়ে যেতাম
পাখি হতাম যদি।
ইচ্ছে করে রাত-বিরাতে
জোনাক পোকা হই
গাছের কাছে ফুলের কাছে
মনের কথা কই।
না হয় চাঁদের আলো হয়ে
মিটমিটিয়ে হাসি
সবচে বেশি ইচ্ছে আমার
মাকে ভালোবাসি।