সকাল দুপুর সন্ধ্যাবেলা
মুষলধারায় বৃষ্টি,
মেঘপরিদের চোখের জলে
হয় অনাচার সৃষ্টি।
হয়নি যাওয়া ইশকুলেতে
হয়নি যাওয়া হাটে,
ঘর থেকে ঠিক দুই পা ফেলে
ঐ না পুকুরঘাটে।
ঈদগাহেতে হয়নি যাওয়া
কিংবা সাথীর বাড়ি,
বৃষ্টি তোমার সঙ্গে আমার
আজকে ভীষণ আড়ি।
তোমার জন্য বাধ্য হয়ে
থাকছি বসে ঘরে
বৃষ্টি তুমি আনন্দটাই
দিলে মাটি করে।